স্বাধীন সংবাদ ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু দেশের মানুষকে সতর্ক করে বলেছেন, যারা বাংলাদেশকে আফগানিস্তান, সিরিয়া বা ইরাকের মতো করে তোলার চেষ্টা করছে, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তিনি বলেন, “বাংলাদেশের সব হাক্কানি আলেম সমাজ আজ মওদুদীবাদীদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। পীর-মাশায়েখরা প্রকাশ্যে এদের কার্যকলাপের সমালোচনা করছেন।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে ভাসানী ভবনে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জিয়া মঞ্চের আয়োজন করা দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুলু আরও বলেন, “এই উপমহাদেশে মুসলিম শাসন ৮০০ বছর স্থায়ী ছিল। ৫০০ বছর সুলতানি আমল, ৩০০ বছর মোগল শাসনকাল। কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছে, তবে কাউকে জোর করে ধর্মান্তরিত করা হয়নি।”
তিনি এসময় বলেন, যারা খানকায় বিশ্বাসী তারা সবাই মওদুদীবাদীদের বিরুদ্ধে। “৭১ সালে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। ১৯৪৭ সালে তারা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে নাস্তিক বলে প্রচার করেছে এবং মহাত্মা গান্ধীর সঙ্গে হাত মিলিয়ে অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছে। ১৯৭১ সালেও তারা জনগণের পক্ষে দাঁড়ায়নি। ১৯৮৬ সালে হুসেইন মুহাম্মদ এরশাদের পক্ষ নিয়েছিল তারা।”
বরকতউল্লাহ বুলু বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “শহীদ জিয়ার নেতৃত্বে বিভিন্ন দল ও সমাজের মানুষ একত্রিত হয়ে বিএনপি গঠন করেছিলেন। তবে সত্যিকার অর্থে রাজনৈতিক দল হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করেছেন বেগম খালেদা জিয়া। ৯ বছর সারাদেশে মাঠে থেকে কর্মীদের সঙ্গে থাকা এবং দফায় দফায় জনসভা করার মাধ্যমে তিনি বিএনপিকে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করেছেন।”
বুলু আরও বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি রাজনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী হয়েছে। তার কারণেই দেশের মানুষের আস্থা এবং জনপ্রিয়তা এতদিন ধরে ধরে রেখেছে।”
প্রধান বক্তৃতার পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।