কামরুল ইসলাম:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আলোচিত রুবেল হত্যা মামলার এক গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতের নেতৃত্বে পরিচালিত এক সাহসী অভিযানে এই গ্রেফতার সম্পন্ন হয়। এতে আলোচিত মামলায় বড় অগ্রগতি এসেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মামলার পটভূমি
গত বছরের ২৭ ডিসেম্বর (২০২৪) রাঙ্গুনিয়ার লালানগর এলাকায় রুবেল হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১৪/২০২৪, তারিখ ২৭/১২/২৪, ধারা—৩০২/৩৪, দণ্ডবিধি ১৮৬০। মামলার তদন্তে উঠে আসে একাধিক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য।
গ্রেফতারকৃত আসামি
গ্রেফতারকৃত আসামি হলেন—
মোঃ আমির হোসেন (প্রকাশ সুমন), বয়স ৩৯, পিতা মোঃ ইলিয়াছ, মাতা গোলতাজ বেগম, সাং খিল মোগল, ইউনিয়ন—লালানগর, ৫ নং ওয়ার্ড, থানা রাঙ্গুনিয়া, জেলা চট্টগ্রাম।
তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিসেবেও পরিচিত।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ সময় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি (ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায়) নেয়া হয়।
পুলিশের অভিযান
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি শিফাতের নেতৃত্বে বিশেষ টিম গঠন করে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর ভোরে অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের বক্তব্য
ওসি শিফাত বলেন—
“রুবেল হত্যার ঘটনার পর থেকে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত চালিয়ে আসছে। আমাদের লক্ষ্য ছিল আসল আসামিদের আইনের আওতায় আনা। গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি মামলার তদন্তে নতুন দিক উন্মোচন করবে।”
এলাকাবাসীর প্রতিক্রিয়া
স্থানীয়রা পুলিশের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, হত্যার মতো জঘন্য অপরাধে জড়িত কেউই সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করার দাবি জানান তারা।