রাজধানীর জুরাইনে সরকারী জমি দখল বানিজ্যের মূল হোতা মোঃ শাহাআলম

স্টাফ রিপোর্টার:

রাজধানীতে চলছে দখল বানিজ্য, এই দখল বানিজ্যে মৌখিকভাবে সহযোগীতা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। মানুষ এ কারনে বলছে যে যাদের দেখার কথা তারা দেখছে না অথবা দেখেও না দেখার ভান করছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের কর্মকর্তারা টাকার বিনিময়ে দখল বানিজ্যে সহযোগীতা করছে বলে অভিযোগ রয়েছে।

রাজধানীর শ্যামপুর থানাধীন ৫৪ নং ওয়ার্ডে রাস্তার দুই ধারে চলছে দখল বানিজ্য। রাজধানীর এক্সপ্রেস ওয়ের প্বার্শবর্তী বাড়ীর মালিকদের অনেকেই নিয়ম না মেনেই সরকারী জমি দখল করে বাসাবাড়ী ও দোকান নির্মান করে ভাড়া দিচ্ছেন গুটি কয়েক অসাধু বাড়ীওয়ালা। এদের মধ্যেই একজন মোঃ শাহ আলম ৩৯৫, পশ্চিম জুরাইন এক্সপ্রেস ওয়ের সাথে,খন্দকার রোডের পাশেই। ওয়ার্কসপ সহ বাড়ী তৈরী করে দ্বীগুন টাকায় ভাড়া দিচ্ছে। অথচ এক্সপ্রেস ওয়ের নির্দীষ্ট দূরত্ব পর্যন্ত ভবন নির্মানে নিষেধ থাকলেও মানছেন না এই লোভী শাহআলম।

এলাকাবাসী মান সম্মানের ভয়ে এর প্রতিবাদ করতে পারছে না। এ বিষয়ে দখলদার শাহ আলম বলেন স্থানীয় রাজনীতিবিদ প্রোশাষন ও রাজউকের কর্মকর্তাদের ম্যানেজ করে এসব অবৈধ স্থাপনা করছেন। আপনাদের কিছু বলার থাকলে রাজউককে বলেন । রাজউকের জোন- ৬ এর দায়িত্বরত সকল কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষন করে এসব অবৈধ দখল উচ্ছেদে বিশেষ ভূমিকা পালন করার জন্য এলাকাবাসীর দাবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *