রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য নতুন গণঅভ্যুত্থানও সম্ভব: রাশেদ খাঁন

স্বাধীন সংবাদ ডেস্ক: 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য ভবিষ্যতে নতুন গণঅভ্যুত্থানও সম্ভব হতে পারে বলে মন্তব্য করেছেন। বুধবার (৮ অক্টোবর) তিনি নিজের ফেসবুক পেইজে একটি পোস্টে এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লিখেছেন, “আমি মনে করি না বয়স্ক উপদেষ্টারা দুর্নীতি করেছে। এমন কোনো তথ্যও শোনা যায়নি। মূলত তাদের রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার অভাব এবং রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের পার্ট হলেও তারা কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এরা গণঅভ্যুত্থানে কোনো অংশগ্রহণও করেননি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও কখনো রাজপথে নামেননি। বৃদ্ধ বয়সে নাতিপুতির সঙ্গে খেলাধুলা করে সময় কাটানো মানুষগুলোকে প্রলোভন দেখিয়ে সরকারের উপদেষ্টা বানানো হয়েছিল, যা পুরোপুরি ছাত্র নেতৃত্বের ভুল সিলেকশনের কারণে হয়েছে। এই ভুলের ফলেই চব্বিশের গণঅভ্যুত্থান পরেও রাষ্ট্রে কোনো পরিবর্তন আসেনি।”

তিনি আরও বলেন, “ইদানিং ছাত্র নেতৃত্বরা স্বীকার করছে যে, তাদের ওপর ভরসা করে ভুল হয়েছে। এই ভুলের খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে। রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য ভবিষ্যতে আরেকটি গণঅভ্যুত্থান হলেও হতে পারে। সেই গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি খেসারত দিতে হবে তাদের, যাদের ভুলের কারণে ২৪ সালের গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের রক্ত বৃথা গেছে। সেই সময় বয়স্ক উপদেষ্টাদের কোনো ‘সেইফ এক্সিট’ দরকার হবে না; প্রাকৃতিক নিয়মে তখন তারা আর পৃথিবীতে থাকবে না। সেইফ এক্সিট খুঁজতে হবে তখন বর্তমানের কতিপয় নেতৃত্বকে, যারা প্রতিনিয়ত ভুল করছে।”

রাশেদ খাঁন পোস্টের শেষে আশা প্রকাশ করেন, “তবে কারোরই সেইফ এক্সিট লাগবে না, যদি আগামী ৫ মাসের মধ্যে কেউ কোনো ভুল না করে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সঠিক সংস্কার, বিচার ও নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক পথে অগ্রসর হতে পারি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *