লক্ষীপুরে কভার ভ্যানে করে আসছে ভারতীয় চিনির চোরা চালান

লক্ষীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে আসছে ভারতীয় চিনির চোরা চালান। বৃহস্পতিবার (৬জুন) রাত ১২ টার দিকে পৌর শহরের থানা রোডে একটি কভার ভ্যানে করে আনা চিনি আল-আমিন স্টোর ও হরি নারায়ণ সন্স গোডাউনে নামানো হয়েছে। দেশীয় ইগলু কোম্পানির মোড়কে আনা হয়েছে এটি। এসব চিনি দেশি ব্র্যান্ডের বিভিন্ন কম্পানির মোড়কে বস্তায় ভরে আনা হয়। কভার ভ্যান ড্রাইভার ও ব্যবসায়ী আল-আমিনের কাছে চিনির চালান দেখতে চাইলে শুধু মাত্র একটি ট্রান্সপোর্ট চালান ব্যাতিত কোম্পানি থেকে দেওয়া ভারতীয় চিনি মালামালের কোনো চালান দেখাতে পারেন নি তারা। এতে ড্রাইভার বলেন, নারায়ণগঞ্জ থেকে অন্য ড্রাইভার কুমিল্লা পর্যন্ত এনেছে, এবং কুমিল্লা থেকে সে এনেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভারত থেকে প্রতিদিন চিনি চোরাইপথে লক্ষ্মীপুরে ঢুকছে। তাঁদের অভিযোগ প্রশাসনকে ‘ম্যানেজ’ করে এসব চোরাকারবারি চালিয়ে যাচ্ছে আল-আমিন ষ্টোর ও হরি নারায়ন এন্ড সন্সহ কয়েটি প্রতিষ্ঠান। দেশ থেকে শুল্ক ফাঁকি মাধ্যমে আনা হচ্ছে এসব চিনি। সাধারণ ভোক্তা ছাড়াও বিভিন্ন, হোটেল, রেস্টুরেন্ট ও ছোট-বড় বেকারিতে বিক্রি করা হচ্ছে ভারতের নিম্নমানের এই চিনি।

বিষয়টি আল-আমিন স্টোরের মালিক আল-আমিন জানতে চাইলে ক্যামেরা দেখে পালিয়ে যান তিনি। মুঠোফোনে জানতে চাইলে হরি নারায়ণ সন্সের মালিক শংকর মজুমদার বলেন, বিভিন্ন স্থান থেকে আমাদের মালামাল আসে। এ বিষয়ে পরে কথা বলবো। প্রশাসনের নিরবতায় নিয়মিত ডুকছে চোরা চালান, এতে প্রশাসন জড়িত কিনা তা নিয়ে প্রশ্ন সচেতন মহলের।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, বাজার ব্যবসায়ী সহ-সভাপতি আজিজুর রহমান এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এসময় ব্যবসায়ী নেতাকর্মীরা সাংবাদিকদের ম্যানেজ করার জন্য চেষ্টা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, প্রশাসন ‘ম্যানেজ’ করার বিষয়ে কিছু জানেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *