স্বাধীন বিনোদন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেলিং ও ফ্যাশন জগৎ থেকে শোবিজে যাত্রা শুরু করে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন তিনি, যা দিয়েই চলচ্চিত্রে তার অভিষেক হতে যাচ্ছে।
তবে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। এবার এক নারী উদ্যোক্তার অভিযোগের কারণে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তানজিন তিশা। অভিযোগে বলা হয়েছে, প্রমোশনাল কাজের বিনিময়ে একটি দামি জামদানি শাড়ি নিলেও প্রতিশ্রুত প্রমোশন করেননি তিনি।
শাড়ি প্রমোশন নিয়ে অভিযোগের সূত্রপাত
ঘটনার শুরু গত ১৭ জানুয়ারি। অভিযোগকারী নারী উদ্যোক্তা একটি অনলাইন ফ্যাশন পেজ পরিচালনা করেন। তার দাবি অনুযায়ী, ওইদিন তানজিন তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফ্যাশন পেজটিতে ইনবক্স করে জামদানি শাড়ির খোঁজ চান। কিছু শাড়ির ছবি পাঠানোর পর তিনি দাম জানতে চান এবং একটি শাড়ি পছন্দও করেন।
এরপর ফ্যাশন পেজ থেকে জানানো হয়— ওই শাড়ির বিনিময়ে কোনো অর্থ নেওয়া হবে না; শুধু শাড়িটি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শাড়ি ও পেজটির প্রমোশন করলেই হবে। এ প্রস্তাবে রাজি হন অভিনেত্রী। যথাসময়ে পেজটির পক্ষ থেকে শাড়িটি পাঠিয়ে দেওয়া হয় তানজিন তিশার বাসায়।
কিন্তু উদ্যোক্তার অভিযোগ, এরপর কেটে গেছে প্রায় ১০ মাস। অভিনেত্রী তিশা কোনো পোস্ট বা প্রমোশন দেননি। বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসন্তোষ প্রকাশ করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে অনলাইনে তুমুল আলোচনা শুরু হয়।
সোশ্যাল মিডিয়ায় তিশার পাল্টা প্রতিক্রিয়া
বিতর্কের জেরে এবার নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। বুধবার (২২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করে তিনি লিখেছেন,
“গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।”
এই পোস্টের পরপরই বিষয়টি আরও আলোচনায় উঠে আসে। অনেক নেটিজেন তিশার মন্তব্যের প্রশংসা করে লিখেছেন— এটি পারস্পরিক ‘মিসকমিউনিকেশন’ হতে পারে। অন্যদিকে কেউ কেউ মনে করেন, জনপ্রিয় একজন তারকার কাছ থেকে প্রতিশ্রুতি রক্ষা করা প্রত্যাশিত ছিল।
নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
তানজিন তিশার পোস্টের কমেন্ট বক্সে দেখা যায়, ভক্ত ও সাধারণ ব্যবহারকারীরা ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন। একজন লেখেন, “একটা প্রমোশনাল পোস্ট করা আপনার জন্য খুব কঠিন কিছু ছিল না। এটা উদ্যোক্তার প্রতি দায়িত্ব।”
আরেকজন লেখেন, “উপহার মানেই তো বাধ্যবাধকতা না। উদ্যোক্তাকেও বিষয়টা পেশাদারভাবে দেখা উচিত ছিল।”
এই বিতর্ক ঘিরে শোবিজ অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা। অনেকেই বলছেন, এই ধরনের প্রমোশনাল লেনদেন নিয়ে পরিষ্কার চুক্তি না থাকলে এমন ভুল বোঝাবুঝি প্রায়ই দেখা যায়।
পেশাদার সম্পর্ক নিয়ে প্রশ্ন
বিজ্ঞাপন ও প্রমোশন সংক্রান্ত বিশেষজ্ঞদের মতে, অনেক সময় তারকা ও ব্র্যান্ডের মধ্যে অনানুষ্ঠানিক লেনদেন থেকে ভবিষ্যতে বিরোধ দেখা দেয়। এ ধরনের প্রমোশনাল কার্যক্রমে লিখিত বা আনুষ্ঠানিক চুক্তি না থাকলে উভয় পক্ষই আইনি বা নৈতিক জটিলতায় পড়তে পারে।
তারা মনে করেন, এই ঘটনাও সেই ধরনের একটি ‘মিস আন্ডারস্ট্যান্ডিং’ বা ‘কনফ্লিক্ট’ হতে পারে। উভয় পক্ষ বিষয়টি স্বচ্ছভাবে সমাধান করলে এ নিয়ে আরও বিতর্কের প্রয়োজন নেই।
বড় পর্দায় ব্যস্ত তানজিন তিশা
বর্তমানে তানজিন তিশা ব্যস্ত রয়েছেন বড় পর্দার কাজ নিয়ে। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় তার অভিনয় নিয়ে শোবিজে চলছে আলোচনা। নাটক থেকে চলচ্চিত্রে তার এই রূপান্তরকে অনেকেই বলছেন ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বাঁক।
তবে নারী উদ্যোক্তার এই অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি যে আরও কিছুদিন আলোচনায় থাকবে, তা নিশ্চিত করেই বলা যায়।