খসরু মৃধা :
সরদীয় দুর্গাপূজা উপলক্ষে জিএমপি কমিশনার বলেন গাজীপুর মহানগরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ সর্বদা সতর্ক অবস্থায় রয়েছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন হিসেবে চিরাচরিত ভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে যাচ্ছে এবার ও তার ব্যতিক্রম হবে না।
এবারের পুজা যাতে নির্বিঘ্নে করতে পারে সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত আমাদের সার্বিক সহযোগিতা আপনাদের জন্য থাকবে। পরিশেষে আপনাদের সামগ্রিক মঙ্গল কামনা করছি।
বুধবার (০১লা অক্টোবর) রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জাহিদুল হাসান, বিপিএম (সেবা) জিএমপি গাজীপুর, আরো উপস্থিত ছিলেন লিয়াকত আকবর এসি গাছা জোন , অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্ত,জিএমপি গাজীপুর। তানভীর আহমেদ সহকারী পুলিশ কমিশনার, স্টাফ অফিসার টু কমিশনার গাজীপুর জিএমপি।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম।সেকেন্ড অফিসার নাজমুল হক সহ পূবাইল থানার আরো পুলিশ সদস্য ও হিন্দু সম্পদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।