জেঁকে বসেছে শীত কুয়াশায় ঢাকা পডেছে শিবচরের জনপদ

মোঃ ছোবাহানমিয়া শিবচর :

 

শিবচর উপজেলার সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। ভোরে কুয়াশার মাত্রা বেশি থাকায় যানবাহন চলাচলে ধীর গতি লক্ষ্য করা গেছে। কুয়াশার কারণে স্বল্প দূরত্বেও দিকনির্ণয় করতে কষ্ট হওয়ায় হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে পরিবহনগুলোর। শনিবার (৭ ডিসেম্বর) ভোর থেকে পৌনে আটটা পর্যন্ত শিবচরের এক্সপ্রেসওয়ে ও আঞ্চলিক সড়কে দেখা গেছে এই চিত্র।

সরেজমিনে দেখা যায় গেছে, গত কয়েকদিন ধরেই ভোররাতের দিকে ঘন কুয়াশা পড়ছে। সকাল ৭/৮ টা বেজে যাচ্ছে কুয়াশা কাটতে। এদিকে কুয়াশার কারণে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিবহন চলাচলে ধীরগতি রয়েছে। ভোরের দিকে যানবাহন চলাচলও বেশ সীমিত রয়েছে। এছাড়াও স্বল্প দূরত্বের ছোট যানবাহনও কুয়াশা থাকায় ভোরের দিকে চলাচল কমেছে বলে জানা গেছে। কুয়াশার কারণে গত বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) ভোরে এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর গোলচত্বরে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিবহন চালকেরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে ভোরে গাড়ি চালাতে খুবই সতর্কতা মেনে চলতে হয়। সামান্য দূরত্বেও কিছু দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে সড়কে চলতে হয়।’

ট্রাক চালক মোঃ নাসির নামে এক ব্যক্তি বলেন,’ভোরে যানবাহন কম এখন সড়কে। আমরা হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি। গত কয়েকদিন ধরেই বেশ কুয়াশা পড়ছে।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জহুরুল ইসলাম জানান,’ভোরে মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম এখন। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে গতি কমিয়ে যানবাহন চলাচল করছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *