শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র শক্তির মহড়া, খুনের হুমকির অভিযোগ

শ্রীপুর প্রতিনিধি  :

গাজীপুরের শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, জবরদখল ও খুনের হুমকির অভিযোগ উঠেছে একই এলাকার গোলাপ মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগকারী মোঃ রমিজ উদ্দিন (৬৪) জানান, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর ১২ শতাংশ জমি কেনার কথা বলে গোলাপ মিয়া প্রতারণার মাধ্যমে তার সঙ্গে খোলা বায়নানামা দলিল করলেও পরবর্তীতে বায়নার টাকা পরিশোধ করেননি এবং রেজিস্ট্রিও করেননি।

অভিযোগে বলা হয়, বায়নার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও গোলাপ মিয়া জমি রেজিস্ট্রি না করে উল্টো স্থানীয় হুমায়ুন, কাজল, মোসলেম উদ্দিনসহ মেখনা গ্রুপের জাবেদ ও ফারুককে সঙ্গে নিয়ে জমি দখলের পাঁয়তারা শুরু করেন।

গত ৬ ডিসেম্বর সকাল ৯টার দিকে বিবাদীরা দা, লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সশস্ত্র হয়ে তফসিলভুক্ত জমিতে প্রবেশ করে চারদিক ঘিরে বাউন্ডারী ওয়াল নির্মাণ শুরু করে। এ সময় রমিজ উদ্দিন, তার ভাই বিয়াস উদ্দিন, চাচাতো ভাই কামাল হোসেন ও আতাবদ্দীন বাধা দিলে বিবাদীরা তাদের ওপর চড়াও হয়ে অকথ্য গালিগালাজ ও হামলার হুমকি দেয়।

অভিযোগকারী আরও জানান, মেঘনা গ্রুপের কাজের কথা বলে বিবাদীরা হুমকি দেয়—বাধা দিলে তাকে ও তার ভাইদের খুন-জখম করা হবে এবং মিথ্যা মামলায় ফাঁসানো হবে। বর্তমানে বিবাদীরা জমিতে কাজ চালিয়ে যাচ্ছে, ফলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনার বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের অবহিত করার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *