হানিফ মাদবর :
গাজীপুরের শ্রীপুরে চন্নাপাড়া বায়তুল আতিক জামে মসজিদের কমিটি নিয়ে দন্দে হামলার ঘটনা দুই জন আহত হয়েছে।
শুত্রবার ২৯ নভেম্বর জুম্মার নামাজের পূর্বমুহূর্তে পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামে বাইতুল আতিক জামে মসজিদে নতুন কমিটি নিয়ে আলোচনার সময় এই হামলার ঘটনা ঘটে। এ ব্যপারে মসজিদ প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও দাতা সদস্য ছেলে মামুন বেপারী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় অভিযোগ সুত্রে জানাযায়, চন্নাপাড়া গ্রামের বাইতুল আতিক জামে মসজিদে দীর্ঘদিন যাবত মসজিদের কমিটি না থাকায় মসজিদের বিভিন্ন কার্যক্রম ব্যহত হচ্ছিলো। জুম্মার নামাজের পূর্বমুহূর্তে নতুন কমিটি নিয়ে আলোচনা করে সকলের মতামতের ভিত্তিতে তালেব হোসেন বেপারীকে সভাপতি হিসেবে দ্বায়িত্ব নিতে অনুরোধ করি। মসজিদের ভিতরে একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর শুরু করে এসময় আমার বড় ভাই হুমায়ূন বেপারী আমাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও মারপিট শুরু করে।
এ ব্যপারে এস.এম পলাশ জানান, মসজিদের মুসুল্লিদের অনুমতি সাপেক্ষে প্রস্তাব সমর্থনে মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।এসময় তারা কমিটি মেনে নিতে পারেনি তারা সমজিদ থেকে বের হয়ে যায়।এখানে মারামারির কোন ঘটনা ঘটেনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মন্ডল জানান, এব্যপারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।