স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরীর প্যারেড কর্নার এলাকার রসিক হাজারী লেনের মূল সড়কটি এখন হকারদের দখলে। মূল সড়কের দুই ধারের ফুটপাতে হকারদের বসিয়ে চলছে বিকিকিনি। দেখলে মনে হবে সড়কে চলাচলরত যানবাহনগুলো কোনো মার্কেটের মধ্যবর্তী পথে অবৈধভাবে চলাচল করছে। এভাবে সড়কপথ দখলের সাথে অবৈধ কিছু চাঁদাবাজিও চলে আসছে দীর্ঘদিন ধরে।
স্থানীয় ভবনের আশপাশে বসবাসরত জনসাধারণ ও পথচারীরা মনে করেন, নগরীর ফুটপাতগুলো চলাচলের জন্য জনগণের ট্যাক্সে নির্মিত। এগুলো কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নির্মিত হয়নি। এটা দায়িত্বরত সবাই জানেন। কিন্তু পরিতাপের বিষয় হলো, এসব সংস্কারের দায়িত্বে যারা থাকেন, তারাই কোনো না কোনো মহলের বিশেষ সুবিধা দিতে গিয়ে মূল সড়কের উপর ফুটপাতে এ ধরনের হকার মার্কেট সৃষ্টির অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। হয়তোবা কারো কারো মিলছে এসব ফুটপাত থেকে আর্থিক সুবিধা।
পথচারী ও স্থানীয়ভাবে বসবাসরত জনসাধারণ মনে করেন, অনতিবিলম্বে এই বিষয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে নিউমার্কেট এলাকার মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।