প্রতিবেদক: ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল বলেছেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি জাতির আস্থা ও ভবিষ্যতের পথপ্রদর্শক। সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন প্রণয়ন বিভাগের মতো সাংবাদিকতারও রয়েছে গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা।”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মোরশেদ সারোয়ার সোহেল বলেন, “সত্য প্রকাশ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরা—এই তিনটি বিষয় সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নারায়ণগঞ্জ একটি শিল্পনগরী। এখানে শ্রমজীবী মানুষের কষ্ট, উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও উন্নয়নের সম্ভাবনা লুকিয়ে থাকে। সাংবাদিকরা যদি এসব বাস্তব চিত্র সত্য ও ন্যায়ের আলোকে তুলে ধরেন, তাহলে গণমাধ্যম দেশের অগ্রগতির চালিকাশক্তি হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের উচিত শুধু সমস্যা নয়,গঠনমূলক সংবাদও তুলে ধরা। ইতিবাচক সংবাদ সমাজকে অনুপ্রাণিত করে, হতাশার পরিবর্তে আস্থা ও অগ্রগতির বার্তা দেয়। সাংবাদিকদের কলম মালিক-শ্রমিক, সরকার-জনগণ ও প্রশাসন-বাণিজ্যের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়ে তুলতে পারে।”
অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারে সাংবাদিকদের দায়িত্ব বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “এখন সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ ও আত্মউন্নয়নের মাধ্যমে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে যদি কেউ হুমকির সম্মুখীন হন, তাহলে আইনের আশ্রয় নেবেন। ব্যবসায়ী সমাজ সবসময় সাংবাদিকদের ইতিবাচক প্রয়াসের পাশে থাকবে।”
তিনি আশা প্রকাশ করেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা দায়িত্বশীলতার সাথে সত্য ও ন্যায়ের পক্ষে থাকবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও আহমেদুর রহমান তনু এবং ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।