সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর জন্মউৎসব উদযাপন

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ-এর উদ্যোগে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর জন্মদিন উপলক্ষে দোয়া ও কেক কাটার মাধ্যমে জন্মউৎসব পালন করা হয়েছে।

২৪ অক্টোবর শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর সাংবাদিকতা, মানবাধিকার ও সামাজিক কাজে অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আমির হোসেন। আরও উপস্থিত ছিলেন কবি, গীতিকার ও সুরকার এস এ শামীম, ‘৫০ ঊর্ধ্বে কফি হাউজ’ এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, নারায়ণগঞ্জ সাহিত্য জোটের সভাপতি আব্দুর রহমান, বিশিষ্ট কবি ও লেখক বিন্দু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর সভাপতি কাজী আনিসুল হক হিরা, মাআসাপ’র প্রতিষ্ঠাতা সভাপতি রশিদ সাগরসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকে।

আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও দোয়ার পর কেক কেটে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর জন্মদিন উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *