মোঃ আনজার শাহ:
সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি দায়িত্ববোধ, সংগ্রাম এবং সর্বোপরি সত্যের পক্ষে অবিচল অবস্থান। সমাজে যখন বিভ্রান্তি, অন্যায়, দুর্নীতি কিংবা অবিচারের অন্ধকার নেমে আসে, তখন একজন সাংবাদিকের কলমই হয়ে ওঠে আলোর মশাল, পথ দেখায় জনগণকে।
বর্তমান বিশ্বে তথ্যপ্রবাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভুয়া খবর ও গুজবের প্রভাব। এ প্রেক্ষাপটে সাংবাদিকদের ভূমিকা হয়ে উঠেছে আরও গুরুত্বপূর্ণ। কারণ তাদের হাতেই তৈরি হয় সেই বার্তা, যা জনমত গঠন করে, নীতিনির্ধারণে প্রভাব ফেলে এবং নাগরিক সমাজকে সচেতন করে তোলে।
একজন প্রকৃত সাংবাদিক কেবল খবর সংগ্রহ করেন না, খোঁজেন এর গভীরতর সত্য। কে দোষী আর কে নির্দোষ, কোন সংবাদ জনস্বার্থে গুরুত্বপূর্ণ আর কোনটি উদ্দেশ্যপ্রণোদিত—এই বাছাই-প্রক্রিয়াই সাংবাদিকতার নৈতিকতার মূলভিত্তি।
তবে দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক ও ব্যবসায়িক চাপের কারণে অনেক সময় সত্য চাপা পড়ে মুনাফা বা ক্ষমতার নিচে। কিন্তু ইতিহাস সাক্ষী, ভয়কে জয় করে যারা সত্য প্রকাশ করেছেন, তারাই অমর হয়ে রয়েছেন মানুষের হৃদয়ে।
সাংবাদিকতার মূলনীতি হলো নিরপেক্ষতা, সত্যনিষ্ঠা, জবাবদিহিতা এবং জনগণের পক্ষে অবস্থান। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করা এবং সমাজকে ন্যায় ও নৈতিকতার পথে পরিচালিত করতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
লেখক ও মানবাধিকার কর্মী শেখ আলমগীর হোসেন তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিকতায় এগিয়ে আসার জন্য। তার ভাষায়,
“মনে রেখো, একটি কলম, একটি প্রতিবেদন কিংবা একটি ছবি—পরিবর্তন এনে দিতে পারে পুরো জাতির চেতনায়।”