আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনীর একটি টহল দলের অভিযানে দুই ছিনতাইকারী ও চাঁদাবাজকে আটক করা হয়েছে।
(২৯ আগস্ট) শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে সাতকানিয়া পৌরসভার মোটর স্টেশনের জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাতকানিয়া উপজেলা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন লাবিব মাহমুদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল তাদের আটক করে সাতকানিয়া থানায় সোপর্দ করে।
অভিযানে আটককৃতরা হলেন—সাতকানিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সতি পাড়ার ফরিদ আহমদের ছেলে নাঈম উদ্দিন (১৯) এবং সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সগিরা পাড়ার মৃত মোঃ ইদ্রিসের ছেলে মোঃ আরাফাত (২৫)।
থানা সূত্রে জানা গেছে, আটককৃত দুজনই গত ২৭ আগস্ট আনুমানিক রাত ৯টা ৫০ মিনিটের দিকে সাতকানিয়া পৌরসভাস্থ বাজারে অবস্থিত মোঃ মিলন খান ও মোঃ আবু সুফিয়ানের যৌথ মালিকানাধীন ‘ডিজিটাল কম্পিউটার’ নামক দোকানে কাস্টমার সেজে গিয়ে দোকানদারের চোখ ফাঁকি দিয়ে ক্যাশে রক্ষিত মানিব্যাগসহ ২৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে দোকানদার সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে।
এছাড়া তাদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে উক্ত এলাকার দোকানদারদের নিকট থেকে চাঁদা দাবি করে আসছিল বলে জানা যায়। তারা ইতিপূর্বে বিভিন্ন জনের মোবাইল, মানিব্যাগ ইত্যাদি ছিনতাই করেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম বলেন, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে নাঈম ও আরাফাত নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।