সিএনজি যুগে ইয়াবা পাচার কালে বিজিবি’র হাতে কারবারি আটক

মোঃ সোহেল :-

টেকনাফ হোয়াইক্যং বিজিবি’র চেকপোস্টে তল্লাশি কালে নয় হাজার আটশত ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজিসহ কারবারি আটক।
১২ ডিসেম্বর ২০২৪ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচারে হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশী কার্যক্রমে নজরদারী বৃদ্ধি করা হয়। আনুমানিক ১৪, ২০ ঘটিকায় হোয়াইক্যং হতে মরিচ্যাগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়।তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন সিএনজি মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করা হয়। পরবর্তীতে উক্ত চালকের স্বীকারোক্তিতে সিএনজি’র সামনের গ্লাসের উপরে বক্সের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৯,৮৩০ (নয় হাজার আটশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। এছাড়া অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত সিএনজিও আটক করে। আটককৃত ব্যক্তি মরিচ্যা হালুকিয়া গ্রামের আবুল খাইির এর ছেলে শাহাব উদ্দিন। পরবর্তী আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে বলে জানান, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, পিএসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *