সিদ্ধিরগঞ্জের সরকারী দপ্তর পরিদর্শনে নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো: রায়হান কবির। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে তিনি বিভিন্ন দপ্তরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ও সেবাগ্রহিতাদের সাথে কথা বলে সার্বিক খোঁজ-খবর নেন।
এসময় তিনি সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলমের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কথা বলেন। পরে তিনি থানার বিভিন্ন কার্যক্রম এবং থানা কম্পাউন্ড ঘুরে দেখেন। থানা পরিদর্শনের পর তিনি সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে যান। সেখানে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সার্বিক খোঁজ-খবর নেন। পরে তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভূমি সেবা সম্পর্কে খোঁজ-খবর নেন। সর্বশেষ তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, নিয়মিত কার্য তালিকার অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের কয়েকটি দপ্তর পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছি। দপ্তর গুলোকে গতিশীল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরকে দিকনির্দেশনা দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাস, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: নাসির উদ্দিন, গোদনাইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথসহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *