সিরাজগঞ্জে শিশু অপহরণ: নারীকে ১৪ বছরের কারাদণ্ড

মোঃ ফেরদৌস হোসেন: 

সিরাজগঞ্জে এক শিশুকে অপহরণের ঘটনায় আল্পনা খাতুন (৩০) নামের এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আল্পনা খাতুন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চরদোগাছী গ্রামের মো. সাদ্দাম হোসেনের স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, আল্পনা খাতুন হাটিকুমরুল এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল থেকে এক নবজাতক শিশু অপহরণ করেন। ঘটনার পর শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত ও মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের পর আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।

এ মামলায় আরও কয়েকজন আসামি থাকলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *