আব্দুর রশিদ, সাতক্ষীরা:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা এলাকার ছমিল মোড় থেকে তেতুলিয়া ব্রিজ পর্যন্ত এলজিইডির পিচের রাস্তার কাজ সঠিকভাবে সম্পন্ন করা হচ্ছে।
শনিবার সন্ধ্যায় আশাশুনিতে কর্মরত ক্যাম্প কমান্ডার লে. লাবিব ঘটনাস্থলে পৌঁছান। এ সময় চলমান রাস্তার কাজ নিয়ে জটিলতা দেখা দিলে, বড়দল ইউনিয়ন যুবদল নেতা শরিফুল ইসলাম, ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর, আল-আমিন যুব সংঘের সভাপতি ও সাংবাদিক এস. এম. শরিফুল ইসলাম শরীফ, এলজিইডির সহকারী প্রকৌশলী বাপ্পি এবং মেসার্স সরদার এন্টারপ্রাইজের ঠিকাদার মুকুল সরদারের প্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে তিনি আলোচনা করেন।
সবার বক্তব্য শুনে ও বুঝে সরকারি এস্টিমেট অনুযায়ী সঠিকভাবে মাপ-জরিপ করে পূর্বের ন্যায় যথাযথভাবে কাজ করার নির্দেশনা দেন ক্যাম্প কমান্ডার।
উল্লেখ্য, শুক্রবার সকালে স্থানীয় কিছু রাজনৈতিক নেতা ও সাধারণ জনগণ রাস্তার কাজ তিন ফুট ছোট করে এজিং বসিয়ে নির্মাণ করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেন। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাম্প কমান্ডার ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সমাধান করেন।
সঠিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করায় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।