স্বাধীনতা দিবস আরচ্যারীতে বিমান বাহিনী চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক :

স্বাধীনতা দিবস আরচ্যারী প্রতিযোগিতায় শিরোপা জিতেছে বাংলাদেশ বিমান বাহিনী। রানার্সআপ বিকেএসপি। আর তৃতীয় হয়েছে পুলিশ আরচ্যারী ক্লাব।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস আরচ্যারী টুর্নামেন্ট আয়োজনের পর দিনই শুরু হয় স্বাধীনতা দিবস আরচ্যারী প্রতিযোগিতা। টঙ্গির আরচ্যারী ট্রেনিং সেন্টারে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিকেএসপি, সার্ভিসেস সংস্থা ও ক্লাবসহ মোট ৮ টি দলের ৭৫ জন আরচ্যার অংশ নেয়। এর মধ্যে ছেলে ৩৩ জন ও মেয়ে ৪২ জন। সোমবার শেষ দিনে ছিল মেডেল জয়ের লড়াই। দারুন জমে উঠেছিল আরচ্যারদের প্রতিযোগিতা।

ছয়টি ইভেন্টের মধ্যে বিমান বাহিনী তিনটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট সাতটি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিকেএসপি দুটি স্বর্ণ, দুটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জসহ মোট আটটি পদক জিতেছে। পুলিশ আরচ্যারী ক্লাব জিতেছে একটি স্বর্ণ।

পুরুষ রিকার্ভ ইভেন্টে প্যারিস অলিম্পিকে খেলে আসা বিকেএসপির সাগর ইসলাম স্বর্ণ জিতেছেন। ফাইনালে তিনি হারিয়েছেন একই দলের আব্দুর রহমান আলিফকে। নারীদের এই ইভেন্টে পুলিশ আরচ্যারী ক্লাবের ইতি খাতুন জিতেছেন স্বর্ণ। টিম ব্লেজার বিডির তৈয়বা আক্তার রৌপ্য পদক পেয়েছেন। পুরুষ কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে বিমান বাহিনীর হিমু বাছার বিজিবির নেওয়াজ আহমেদ রাকিবকে হারিয়েছেন। আর নারীদের খেলায় বিমান বাহিনীর বন্যা আক্তার হারিয়েছেন একই দলের পুষ্পিতা জামানকে।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বিকেএসপির আরোভী আক্তার ও আব্দুর রহমান আলিফ জুটি স্বর্ণ জিতেছেন। আর কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বিমান বাহিনীর বন্যা আক্তার ও হিমু বাছার জুটি জিতেছেন স্বর্ণ। সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *