হবিগঞ্জ মাধবপুরে অস্ট্রেলিয়ান প্রবাসীর কম্বল উপহার পেয়ে গরিব অসহায়ের মুখে হাসি।

প্রতিবেদক – দৈনিক স্বাধীন সংবাদ হবিগঞ্জ জেলা প্রতিনিধি ফরাস উদ্দিন;

শাহ হরমুজ আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে অষ্টেলিয়ান প্রবাসী জিএম উসমান ও স্যান্ডা উসমানের পৃষ্ঠপোষকতায় কম্বল উপহার দেওয়া হয় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা বাজারে রবিবার  পহেলা ডিসেম্বর। শীতের কম্বল উপহার পেয়ে স্থানীয় গরিব এলাকাবাসীর মুখে হাসি এবং তারা মনে করে এই কম্বল তাদের শীত নিবারনে অন্যতম ভূমিকা রাখবে। এছাড়া কিছুদিন আগে শাহ হরমুজ আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে গরিব অসহায়ের মাঝে বিনামূল্যে মাছ বিতরণ করা হয়, উক্ত ফাউন্ডেশন টি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সারা ফেলেছে । এলাকাবাসীর থেকে জানা যায় কিছুদিন পর পর শাহ হরমুজ আলী ফাউন্ডেশনটি আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। শাহ হরমুজ আলীর ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক হলেন জিএম উসমান অস্ট্রেলিয়ান প্রবাসী ও তার সহধর্মিনী স্যান্ডা ওসমান। কম্বল উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিপুন রায়, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা আবেদা বেগম আজব শাহ হরমুজ আলীর সহধর্মিনী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং বহড়া ইউপির আলাউদ্দিন চেয়ারম্যান, সাংবাদিক মেহেদী হাসান মাসুদ অত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, এশিয়ান টিভির সাংবাদিক আজিজুর রহমান জয়, দৈনিক স্বাধীন সংবাদ হবিগঞ্জ জেলা প্রতিনিধি ফরাস উদ্দিন সহ এলকার গন্যমান্য ও গরিব অসহায়েরা। গরিব অসহায় মানুষেরা শীতের কম্বল উপহার পেয়ে অত্যন্ত খুশি এবং এরকম মহৎ কাজ যেন অব্যাহত থাকে তাদের এই আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *