স্বাধীন সংবাদ ডেস্ক:
২০২৫ সালটি বিনোদন অঙ্গনের তারকাদের ব্যক্তিগত জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘদিনের প্রেম, ভাঙা সম্পর্কের পর নতুন শুরু কিংবা হঠাৎ বিয়ের ঘোষণায় বছরজুড়েই আলোচনায় ছিলেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীরা। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন মাত্রা যোগ হওয়ায় ভক্তদের আগ্রহ ও শুভকামনায় ভরপুর ছিল পুরো বছরটি। এককথায়, ২০২৫ সালকে বিনোদন জগতের ‘বিয়ের বছর’ বললেও অত্যুক্তি হবে না।
চলতি বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নতুন বছরের আমেজ না কাটতেই ৪ জানুয়ারি তিনি বিয়ে করে সবাইকে চমকে দেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে ঘরোয়া আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি তাহসানের দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তার সংসার ছিল, যা ভেঙে যায়। দ্বিতীয় বিয়ের খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হলেও ভক্তদের একাংশ শুভকামনাই জানিয়েছেন।
ভালোবাসা দিবস ২০২৫-এ দীর্ঘদিনের প্রেমের পরিণয় ঘটান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। প্রায় ১৩ বছরের প্রেমের সম্পর্ক গোপন রেখেই ১৪ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসে ২৪ ফেব্রুয়ারি। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা, যা ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার চলতি বছরের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতিকে বিয়ে করেন তিনি। দীর্ঘদিন ধরে বিয়ে নিয়ে মজা করায় তার বিয়ের খবর প্রথমে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হলেও পরে বিষয়টি নিশ্চিত করেন শামীম নিজেই।
এপ্রিল মাসেই বিয়ের পিঁড়িতে বসেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। ৬ এপ্রিল তিনি অভিনেত্রী মুনমুন আহমেদকে বিয়ে করেন। একসঙ্গে নাটকে কাজ করতে গিয়েই তাদের পরিচয় ও প্রেম, যা পরিণয়ে রূপ নেয়। বাস্তব জীবনেও তাদের এই নতুন যাত্রা ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।
অন্যদিকে, ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করেন অভিনেত্রী শবনম ফারিয়া। ২০১৮ সালে প্রথম বিয়ের ইতি টানার প্রায় পাঁচ বছর পর চলতি বছরের সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। রাজশাহীর বাসিন্দা তানজিম তৈয়বের সঙ্গে ঘনিষ্ঠ পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তানজিম তৈয়ব একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
সব মিলিয়ে, ২০২৫ সাল বিনোদন অঙ্গনের তারকাদের জীবনে প্রেম, পরিণয় ও নতুন শুরুর বছর হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে। পর্দার বাইরের এই নতুন পথচলায় তারকাদের জন্য ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা—ভালোবাসা ও সুখে ভরে উঠুক আগামী দিনগুলো।