৬৯ বছরের চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে বার্সেলোনার অনন্য অর্জন

স্বাধীন স্পোর্টস ডেস্ক: 

চোটে জর্জরিত বার্সেলোনার দলে মঙ্গলবার রাতে নায়ক হয়ে উঠলেন ফেরমিন লোপেজ। চ্যাম্পিয়নস লিগের তৃতীয় ম্যাচে তিনি অসাধারণ এক হ্যাটট্রিকের মাধ্যমে সব কল্পনাকে ছাড়িয়ে গেলেন, লামিন ইয়ামালকেও পিছনে ফেলে। লোপেজের এই হ্যাটট্রিক বার্সেলোনার ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিয়েছে। ৬৯ বছরের চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে বার্সেলোনার হয়ে হ্যাটট্রিক করেছেন কোনো স্প্যানিশ খেলোয়াড়।

রাফিনিয়া এবং রবার্ট লেভানদোভস্কি ইনজুরিতে বাইরে থাকায় কোচ হানসি ফ্লিক আস্থা রেখেছিলেন লোপেজ এবং ১৭ বছর বয়সী দ্রো ফের্নান্দেজের ওপর। তারা লামিন ইয়ামাল ও মার্কাস র‍্যাশফোর্ডের সঙ্গে আক্রমণভাগে নামেন। ঝুঁকি নেওয়া সেই সিদ্ধান্ত বার্সার জন্য দারুণ ফল দেয়। লোপেজের হ্যাটট্রিকের সুবাদে বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামে অলিম্পিয়াকোসকে ৬–১ ব্যবধানে উড়িয়ে দেয়।

লোপেজের এই অর্জন একেবারে আলাদা। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো কোনো স্প্যানিশ খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন তিনি। এর আগে লুইস এনরিকে ইউরোপীয় ম্যাচে তিন গোল করেছিলেন, তবে সেটি ইউরোপা লিগে (তৎকালীন ইউইএফএ কাপ) হয়েছিল।

বার্সেলোনার হয়ে এই আসরে ইতিমধ্যেই খেলেছেন লুইস সুয়ারেজ, ডেভিড ভিয়া, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা মতো ফরোয়ার্ড ও মিডফিল্ডাররা, কিন্তু কেউ চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করতে পারেননি। যা গত রাতে করলেন ফেরমিন লোপেজ।

ম্যাচের পর লোপেজ বলেন, “বার্সার হয়ে আমার প্রথম হ্যাটট্রিক, এটা একেবারে স্বপ্নপূরণের মতো। এখন আরও পরিশ্রম করতে হবে। সতীর্থদের ধন্যবাদ, কারণ বলটিতে তাদেরও অবদান আছে, এটি তাদের জন্যও।”

অন্যদিকে লামিন ইয়ামাল এখনও বার্সার হয়ে প্রথম হ্যাটট্রিকের অপেক্ষায় আছেন। ১৮ বছর বয়সী এই প্রতিভা ইতিমধ্যেই ব্যালন ডি’অর শর্টলিস্টে জায়গা পেয়েছেন, কিন্তু এখনো কোনো ম্যাচে তিন গোলের দেখা পাননি। ক্লাবের হয়ে ১১৩ ম্যাচে তার গোল ২৮টি, অ্যাসিস্ট ৪০টি। দু’বার তিনি এক ম্যাচে দুই গোল করেছেন—২০২৪ সালের ফেব্রুয়ারিতে গ্রানাদার বিপক্ষে এবং সেপ্টেম্বরে জিরোনার বিপক্ষে। কিন্তু তিন গোলের রাত এখনো তার আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *