নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা ও ৫ শত ডেঙ্গু কিট বিতরণ করলেন  সমাজ সেবক আবু জাফর

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণ ও ৫ শত ডেঙ্গু কিট প্রদান করেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল

গতকাল সোমবার হাসপাতাল পরিদর্শনে এসে আবু জাফর আহমেদ বাবুলকে স্বাগত জানান হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. জহিরুল ইসলাম। এ সময় হাসপাতালের পরিবেশ, চিকিৎসা কার্যক্রম ও রোগীর সেবা নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়।

আবু জাফর আহমেদ বাবুল হাসপাতালের জন্য প্রায় ৫ শত ডেঙ্গু কিট হস্তান্তর করেন এবং পরবর্তীতে প্রয়োজন হলে আরও সরবরাহের আশ্বাস দেন। এ বিষয়ে আরএমও ডা. মো. জহিরুল ইসলাম বলেন,
“দৈনিক আমাদের হাসপাতালে প্রায় ১শত ডেঙ্গু কিট প্রয়োজন হয়। নারায়ণগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ শিল্প নগরী হওয়ায় ডেঙ্গুর প্রভাব অনেক বেশি। আবু জাফর আহমেদ বাবুল ভাই আমাদের হাসপাতালে এই কিটগুলো প্রদান করে চিকিৎসা কার্যক্রমে সহায়তা করেছেন। এছাড়া তিনি নিজস্ব কর্মীদের দিয়ে হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে আনাচে কানাচে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করছেন। এমন মহৎ কাজে সবাইকে এগিয়ে আসা উচিৎ।”

পরবর্তীতে আবু জাফর আহমেদ বাবুল হাসপাতাল আগত রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজ নেন এবং হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন,
“রোগীরা এখানে সেবা নিতে আসে। সেবা প্রদানের সঙ্গে সঙ্গে হাসপাতালের পরিবেশও পরিচ্ছন্ন রাখা দরকার। পরিস্কার পরিচ্ছন্ন থাকলে রোগীর মন ও প্রান উভয়ই ভালো থাকে। আজ থেকে আমার স্বেচ্ছাসেবকরা হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে কাজ করবে। জনস্বার্থে এই ধরনের কাজ অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ যখন আমাকে ডাকবে তখন আমি সাড়া দেব।”

হাসপাতালে উপস্থিত ছিলেন আরও অনেকে, যার মধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন খান, বিএনপি নেতা সমর কুমার ধর, হাসপাতালের আউটডোর সুপারভাইজার সাউদ, ওয়ার্ড মাস্টার শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

উল্লেখ্য, এর আগে তিনি নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালেও ডেঙ্গু কিট বিতরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছেন। এই কার্যক্রম এখনও অব্যাহত আছে এবং নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালের পরিবেশ ও রোগী সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *