নোয়াখালীতে নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের শেয়ারের লভ্যাংশ বিতরণ

মোহাম্মদ আবু নাছের :

 

নোয়াখালীর সেনবাগে নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের শেয়ারের লভ্যাংশ বিতরণ করা হয়।

বুধবার (২৭ নভেম্বর ) বিকেলে নোয়াখালীর সেনবাগ পৌরসভার উত্তর অর্জুনতলায় আবদুল মতিন মিয়ার বাড়িতে গাজীপুর সিটি করপোরেশনের ৫৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের চেয়ারম্যান আবুল হাশেম এর উপস্থিতিতে নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের শেয়ারের লভ্যাংশ বিতরণ করা হয়েছে।

লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের সম্মানিত শেয়ার হোল্ডারগণের মধ্যে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬২, বেগমগঞ্জের ৫৭, কোম্পানিগঞ্জের ২২, সদরের ২৬ ও ফেনী জেলার ৬ জন কে প্রতি শেয়ারে লভ্যাংশ ২’হাজার করে প্রদান করা হয়। উল্লেখ্য ২০০১ সালে প্রতি শেয়ার ১০০০ টাকা করে শেয়ার হোল্ডারগণ ক্রয় করেছেন।

এসময় সেনবাগ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বেলাল হোসেন প্রকাশ বেলা কমিশনার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *