পলাশবাড়ী সাংবাদিকের মোটরসাইকেল ভাংচুরে রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ ও নিন্দা

শহিদুল ইসলাম খোকন : 

গতকাল বুধবার সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে মহদীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ রানার মোটরসাইকেল ভাংচুর,ব্যবসা প্রতিষ্ঠান হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে সংগঠনের সদস্যরা জানান, সাংবাদিকের গাড়ী ভাংচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা কেবল নিন্দনীয়ই নয়, স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়।”

এ সময় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *