বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে আমিরাতে মতবিনিময় সভা

মোঃ আরফাতুল ইসলাম (আরব আমিরাত):

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় প্রবাসীদের সচেতনতা ও বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফুজাইরা বাংলাদেশ সমিতির উদ্যোগে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের সহযোগিতায় এবং আমিরাত প্রশাসনের অংশগ্রহণে এ মতবিনিময় সভা হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফুজাইরা সমিতির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে সংগঠনের সভাপতি কফিল উদ্দিন বেলালের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদ পারভেজের পরিচালনায় এবং হেলাল নুর ও হামাদ মুহাম্মদ ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।

শুরুতে আমিরাত প্রশাসনের পক্ষ থেকে সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়া ও ট্রাফিক আইন বিষয়ে ৩টি গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র প্রদর্শন করে এ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় বিশেষ অতিথি ফুজাইরা পুলিশের কমিউনিটি সুরক্ষা ও প্রতিরোধ বিভাগের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ সাঈদ আল হাশিমি বলেন, “আমরা সবসময় বাংলাদেশ কমিউনিটিকে সহযোগিতা করে পাশে থাকতে চাই। আশা করি, আপনারাও আমাদের সঙ্গে থেকে অপরাধ প্রতিরোধে অংশীদার হবেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতন ও সতর্ক থাকতে হবে।” পাশাপাশি রাস্তা পারাপারসহ প্রত্যেক সেক্টরের আইনকানুন মেনে চলার আহ্বান জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনায় সম্প্রদায়ভিত্তিক অভিজ্ঞতা বিনিময়ের অঙ্গীকার
প্রবাসী বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় সভা
ফিনল্যান্ডে বিদেশি ভাষাভাষী শিশুদের ভাষাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা

প্রধান অতিথি রাষ্ট্রদূত তারেক আহমেদ আমিরাত সরকারের প্রশংসা করে বলেন, “শতভাগ আইনের দেশ সংযুক্ত আরব আমিরাত, যে দেশটিতে এআই প্রযুক্তির মাধ্যমে অপরাধ চিহ্নিত করা হয়। অর্থাৎ আমরা যা করছি, সবই রেকর্ড হচ্ছে। সুতরাং যে যেখানে অবস্থান করি না কেন, সবাই যেন আইনকানুন মেনে চলি।” পাশাপাশি ১৭ অক্টোবর প্রবাসীদের বিভিন্ন বিষয়ে আমিরাতের শ্রম মন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

বিশেষ অতিথি কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, “আমাদের ভালো কাজের মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফুজাইরা সিআইডি ও সাইবার অপরাধ দমন বিভাগের সিনিয়র কর্মকর্তা লেফটেন্যান্ট হামাদ মোহাম্মদ বিন নাইয়া আল তুনাইজি, ট্রাফিক ও লাইসেন্সিং বিভাগের প্রথম সহকারী ড. ইয়াসের রশিদ আল হেফেইতি, ফুজাইরা কমিউনিটি পুলিশের সিনিয়র কর্মকর্তা মেজর ফাতিমা হামাদ আল ইয়ামাহি, মেজর মরিয়ম আলী আল জাহমি ও আহমেদ নাসের আল কিন্দি।

এছাড়াও ফুজাইরা বাংলাদেশ সমিতির সব সদস্য ও সম্পাদক এবং বাংলাদেশ প্রেসক্লাব ইউএইসহ আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত প্রবাসীরা সুন্দর আয়োজনের জন্য ফুজাইরা সমিতির প্রশংসা করেন এবং এটি চলমান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আমিরাত প্রশাসন অংশ নেওয়ায় সমাপনী বক্তব্যে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন বেলাল। পাশাপাশি দু’দেশের সরকারের পক্ষ থেকে পাওয়া বার্তাগুলো প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *