রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল নিউ তাজে চলছে অসামাজিক কার্যকলাপ ও মাদক বাণিজ্য, মূল হোতা আশরাফ

স্টাফ রিপোর্টার :

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় অবস্থিত আবাসিক হোটেল নিউ তাজ এখন পরিণত হয়েছে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসার আড্ডাখানায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে হোটেলের আড়ালে চলছে নারী ও মাদকের অবাধ লেনদেন। এর মূল হোতা হিসেবে স্থানীয়ভাবে চিহ্নিত করা হয়েছে হোটেলের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার আশরাফকে।

স্থানীয় সূত্র জানায়, হোটেলটিতে দিন-রাত ২৪ ঘণ্টা চলে অসামাজিক কার্যকলাপ। এলাকায় অবস্থানরত তরুণ সমাজ ধীরে ধীরে বিপথগামী হচ্ছে। তাছাড়া, হোটেলটিতে মাদকের আসর বসে প্রতিদিন। তবে প্রশাসনের চোখের সামনে এই অপরাধমূলক কর্মকাণ্ড চললেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকাবাসীর দাবি, কুতুবখালী মাদ্রাসার পাশে অবস্থিত হওয়ায় শিক্ষার্থীরাও নেতিবাচক প্রভাবের ঝুঁকিতে রয়েছে। তারা দ্রুত প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান কামনা করেছেন।

স্থানীয়দের একাংশ জানান, আশরাফের প্রভাবশালী মহলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাকে কেউ কিছু বলতে সাহস পায় না। ফলে দীর্ঘদিন ধরেই এ হোটেলকে ঘিরে অপরাধের দুষ্টচক্র বিস্তার লাভ করেছে।

যাত্রাবাড়ীর সচেতন মহল মনে করছে, দ্রুত এই হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসার মূল হোতাদের আইনের আওতায় না আনলে এলাকায় অপরাধ আরও বেড়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *