মো: ছোবাহান মিয়া:
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে ইসকন সমর্থকদের হামলায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিবচর উপজেলার সর্বস্থরের জনগণ।
বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার পাঁচ্চর এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সাধারন মানুষ।
পরে তাদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল পাঁচ্চর বাস স্টান্ড,পাঁচ্চর বাজারসহ ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিণ করে পাচ্চর বাস স্টান্ডে বিক্ষোভ সমাবেশে সমবেত হয়।
এসময় বিক্ষোভকারীরা ‘হিন্দু—মুসলিম ভাই ভাই, ইসকনের ঠাঁই নেই’, ‘আমার সোনার বাংলায়, ইসকনের ঠাঁই নাই’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘তাকবিরের কারণে, ভয় করি না মরণে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও পুড়িয়ে দাও’, ‘বিশ্বের মুসলিম এক হও এক হও’ ইত্যাদির শ্লোগান দিতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মাওলানা খাইরুল আলম, মুফতি নুরুল আলম ফরিদী, মুফতি উসমান গণী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মো:মামুন শেখ, শামীম ফরাজি ও মোঃ রেজাউল করিম রেজাসহ অন্যান্নরা।