এডঃ সাইফুলের মৃত্যুতে সমবেদনা ও শোক প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া

কামরুল ইসলাম :

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য লোহাগাড়ার কৃতি সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই উগ্রবাদী ইস্কনের হামলায় শহীদ হয়েছেন। জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সাইফুল ইসলামের মাগফিরাত কামনা করেছেন এবং সাইফুল ইসলাম আলিফের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি তুষার কান্তি বড়ুয়া এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার সকল নেত্রীবৃন্দ।

এর সাথে সাথে তারা আরও বলেন দেশে এইকি হচ্ছে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা নিরাপদ নয়, যেইখানে সঠিক আইনের মাধ্যমে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে সেই আদালতে বিচারক, উকিল, ব্যারিস্টার যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে তারা নিরাপদ নয়,থানার পুলিশ থানায় নিরাপদ নয়, প্রেসক্লাবে সাংবাদিকরা নিরাপদ নয় তাহলে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করবে কে।

সাইফুল ইসলাম আলিফ যে আদালত থেকে লোহাগাড়া মায়ের কাছে লাশ হয়ে পিরে আসবে এমন তো কথা ছিলনা কিন্তু কেন এমন হল। আজকের দিনে বাড়ি থেকে বাহির হওয়ার সময় নিজের পরিবার থেকে মা, বাবা, ভাই বোন সকলের কাছে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হতে হবে কিন্তু কেন। কিন্তু আজকে কেন আমার স্বাধীন দেশে আমার নিরাপত্তা নেই।

প্রিয় দেশবাসী আজকের এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন পেশিবাদি খুনি হাসিনা সরকারকে নাকি বর্তমান সময়ের অন্তবর্তী সরকার কে নাকি জনগণ কে কে নিবে এই দায়ভার। পরি শেষে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন আল্লাহ পাক যেন সাইফুল ইসলাম আলিফ সহ সকল শহীদদের জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন চুমা আমিন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *