নাঈম উদ্দিন সানি :
নারায়ণগঞ্জের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘নারায়ণগঞ্জস্হান’ এর উদ্যোগে ন্যায্য মূল্য কাঁচা বাজারের আয়োজন করা হয়েছে। যেখানে নিন্ম আয়ের মানুষ সাধ্যমত পন্য ক্রয় করতে পারবে বলে প্রত্যশা আয়োজকদের। এখানে বিক্রি হচ্ছে
কাচা মরিচ ১১৫ টাকা, পেয়াজ ১১৫ টাকা, লাউ পিছ ৪০ টাকা,পটল ৪৫ টাকা,উস্তা ৬৫ টাকা,ভেন্ডি ৫৫,টমেটো ১৩৫টাকা,ধনেপাতা ৮০ টাকা,বেগুন ৬৫ টাকা,পেপে ৩৫ টাকা, শশা ৪৫ টাকা, জলপাই ৫৫ টাকা,গাজর ১৪৫ টাকা,আলু ৫৮ টাকা,লেবু প্রতি পিছ ১০ টাকা দরে
পন্যের এমন চড়া মূল্যের বাজারে ন্যায্য মূল্য পন্য বিক্রিয় অবশ্যই প্রশংসার দাবিদার। নিন্মবিত্তের মানুষ এমন উদ্যোগে বৃত্তবান / সামাজিক সংগঠনগুলোকে আরও পাশে চান।