নাসিকের নতুন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোঃ শফিকুল আলমের ভাই

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নাসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের পদচ্যুত করা হয়। সেই সময়ে নাসিকের প্রশাসক ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। তবে গত ২৭ আগস্ট তাঁকে বদলি করে খাদ্য মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়।

নারায়ণগঞ্জের স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। স্বাধীনতার পর প্রথম পৌর চেয়ারম্যান ছিলেন আলী আহাম্মদ চুনকা। পরে ২০০৩ সালে তাঁর কন্যা আইভী পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সালের সিটি নির্বাচনে শামীম ওসমানকে পরাজিত করে তিনি দেশের প্রথম নারী মেয়র হওয়ার গৌরব অর্জন করেন। দুই দশকেরও বেশি সময় তিনি নগরপ্রধানের দায়িত্ব পালন করেন।

তবে মেয়র পদ থেকে অপসারিত হওয়ার কয়েক মাস পর, গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *