মোঃ ফেরদৌস হোসেন :
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে প্রেসিডেন্ট ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট—দুটি গুরুত্বপূর্ণ পদেই বিজয়ী হয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই শীর্ষ নেতা।
প্রেসিডেন্ট পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। একই সঙ্গে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে বিজয় অর্জন করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ।
ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনে সরাসরি ভোটের মাধ্যমে দুই নেতার একযোগে বিজয়কে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
একে শুধু নির্বাচনী সাফল্য নয়, বরং জনআস্থা ও সমর্থনের একটি গুরুত্বপূর্ণ সূচক বলেও মন্তব্য করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের আশা, ভবিষ্যতেও সংগঠনটি জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাবে।