
খসরু মৃধা:
গাজীপুর মহানগরীর পূবাইলের পদ হারবাইদ কালু মার্কেট এলাকা থেকে গত ১০ এপ্রিল চাঁদ রাতে আটো ড্রাইভার কবির হোসেন কে হত্যার পর পর মোঃ ইব্রাহিম খান পিপিএম উপ পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ বিভাগ জিএমপির নির্দেশনায় পূবাইল থানার এসআই হুমায়ুন কবির, এস আই উত্তম কুমার সূত্রধর, এসআই মারফত আলি, এসআই রফিকুল ইসলাম দয়ের সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল ও আশেপাশের সিসি ক্যামেরা ফুটের পর্যালোচনা ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া অটো ছিনতাই এর মূল অভিযুক্ত মোহন মিয়া ওরফে মুমিন মিয়া (২৮) কে, শেরপুর জেলার ঝিনাইগাতী থানা এলাকা হতে বিশেষ অভিযান চালিয়ে আটক করেছেন।
হত্যার ঘটনায় আটকৃত মূল হোতা মুমিন মিয়া কিশোরগঞ্জ জেলার, অষ্টগ্রাম থানার , মসজিদজাম গ্রামের বাসিন্দা, সে একই এলাকার মনু মিয়ার ছেলে, ঘটনার পূর্বে সে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান মনির শাহ এর বাসার ভাড়া থেকে আসছিল,
অভিযোগ সুত্রে জানা যায় ঘটনার সহিত জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে অভিযুক্ত মুমিন মিয়া, জবানবন্দিতে সে জানিয়েছে যে , চাঁদ রাত অর্থাৎ ১১ এপ্রিল ২০২৪ ইং তারিখে রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় অভিযুক্ত মুমিন মিয়া মিশুকটি ভাড়া নিয়ে মাজুখান এলাকা হতে হারবাইদ যাওয়ার পথে কালু মার্কেট এলাকার ঘটনাস্থলে পৌঁছে মিশুকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি,
পরে মিশুক চালক তাতে বাঁধা দিলে তাকে চাকু দ্বারা আঘাত দিয়ে মিশুক চালককে রাস্তার পার্শ্বে ফেলে রেখে মিশুক নিয়ে পালিয়ে যাই, মূলত মিশুকটি ছিনিয়ে নেওয়ার জন্যই মিশুক চালকে হত্যা করেছে বলে জানিয়েছে অভিযুক্ত মুমিন মিয়া,
পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান আসামীর বিরুদ্ধে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।