
কামরুল ইসলাম
৫ঐ জুন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার নির্বাচন এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ মামুন কেন্দ্রীয় পচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ভাইয়ের দোয়া নিয়ে জনগণের মাঝে মামুনুর রশীদ মামুন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান
পদপ্রার্থী এম এস মামুনুর রশীদ মামুন যেখানে যায় সেখানে
শুনি মামুনের কথা। এত বেশি মানুষের সারা পাচ্ছে এর নাম জনপ্রিয়তা ( ইনশাআল্লাহ ৫ তারিখ বিজয় হবে।জনগণের বক্তব্যে জানাযায় মামুনুর রশীদ মামুন একজন পরিচন্ন, সৎ যোগ্য প্রার্থী তিনি একজন চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার উপযুক্ত কিন্তু তবুও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে। তার পক্ষে সম্ভব অবহেলিত জনগণের সেবা করা ও লোহাগাড়ার মাটি ও মানুষের উন্নয়ন মামুন ভাইয়ের প্রয়োজন। তাই আসুন আগামী ৫ঐ জুন আপনার আমার মুল্যভান ভোট দিয়ে মামুন ভাই কে লোহাগাড়া উপজেলার উন্নয়ন কে তরান্বিত করতে চশমা মার্কায় ভোট দিন।