নাহিদ:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার অবৈধ ভারতীয় চিনি সিন্ডিকেট এর প্রধান, চাল, ডাল,লবন সহ নিত্যপণ্য সিন্ডিকেট করে জন দুর্ভোগ সৃষ্টিকারী যাকে জাতীয় ভোক্তা অধিকার ও ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকবার জরিমানা করে,এবং জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সাথে সাথে হত্যা মামলার আসামি (গাজীপুর এর শ্রীপুর থানার ,এফআইআর নং-৪, তাররখ- ০২ সসপ্টেম্বর, ২০২৪; রজ আর নং-৩১০)১৪ নাম্বার আসামি,সহ একাধিক মামলার আসামি অবৈধ ব্যবসায়ী বেলাল সরকার ও তার ছেলে শিমুল সরকারকে গতরাতে উত্তরার ১২ নাম্বার সেক্টরের ১৪ নাম্বার রোডের ৮ নাম্বার বাসা থেকে ছাত্র জনতা ও সংবাদ কর্মীদের উপস্থিতিতে অভিযান চালিয়ে আটক করেছেন উত্তরা পশ্চিম থানা পুলিশ।