মোঃ আনজার শাহ:
ঐতিহাসিক ৩৬ জুলাই উপলক্ষে গড়ুইমহল কয়ালপাড়া আনাস ফারুকী নূরানী মাদ্রাসার আয়োজনে বীর শহীদদের স্মরণে এক হৃদয়স্পর্শী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমানিয়ান প্রবাসী ও ইসলামী সমাজসেবক শেখ আলমগীর হোসেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন,
“দ্বীনি ইলম অর্জন করা প্রতিটি মুসলিম নর-নারীর ওপর ফরজ। একজন হাফেজে কোরআন সেই ব্যক্তি, যাঁর ওপর আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। অনেক মানুষ চেষ্টার পরও হাফেজ হতে পারেন না, কারণ আল্লাহ যাকে চান তাকেই এই মর্যাদা দান করেন। তাই আমাদের উচিত দ্বীন শিখার প্রতি আন্তরিক হওয়া—বিশেষ করে বর্তমান প্রজন্মকে কোরআন ও হাদীসের আলোয় আলোকিত করা।”
শেখ আলমগীর হোসেন আরও বলেন, শহীদদের রক্ত শুধু ইতিহাস নয়, বরং তা একটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। নতুন প্রজন্ম যেন তাদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়—এই ছিল এই আয়োজনের মূল বার্তা।
অনুষ্ঠান শেষে বীর শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।