প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
মদনপুর – মদনগন্জ সড়ক ১১ কিলোমিটারে হাজার কোটির ক্ষতি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়ক সংস্কারে সাত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কারকাজ শুরু ও শেষ করার আশ্বাস দিয়েছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় তিনি এ তথ্য জানান। ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকার জনস্বার্থে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে।