ন্দরবান জেলা পুলিশের নির্বাচনি দায়িত্ব দক্ষতা বৃদ্ধিতে ৬ষ্ট ব্যাচের প্রশিক্ষণ পরিদর্শন

কামরুল ইসলাম:

পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে চলমান নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু সম্পাদনের লক্ষ্যে ৬ষ্ট ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেছেন পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বান্দরবানে এ প্রশিক্ষণের চতুর্থ পর্যায় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে সতর্ক ও দায়িত্বপরায়ণ থেকে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন।

এ সময় বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন অফিসারগণও উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের অনুরোধ করেন যে, স্থানীয় জনগণ ও সমাজের নিরাপত্তা রক্ষায় সদা প্রস্তুত থাকবেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা ও পেশাদারিত্ব বজায় রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *