আওয়ামীলীগের আর্শিবাদপুষ্ট ফেনী জেলার জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী শফিউল হকের নানান অপকর্ম

রফিকুল ইসলাম মাসুদ:

ষ্টিমেটার মাহফুজুর প্রধান মদদদাতা
ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের আর্শিবাদে খুব অল্পদিনে নির্বাহী প্রকৌশলী হয়ে ফেনী জেলায় যোগদান করেন। যোগদানের পর তিনি ফ্যাসিবাদ নিজাম হাজারী ও ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ আরো কিছু ঠিকাদারদের একটি সিন্ডিকেট তৈরি করেন। আর সিন্ডিকেটটি এতই শক্তিশালী ছিল যে, গত ৩ (তিন) বছরে উক্ত সিন্ডিকেটের সদস্য ছাড়া অন্য কোনো ঠিকাদার একটিও কাজ পাইনি। তাহার অপকর্ম ফিরিস্তি এত বিশাল যে সাধারণ ঠিকাদার তাতে পিষ্ট হয়ে নিঃশেষ নিঃশব্দে  আর্তনাদে বিবেশিকাময় দিনযাবন করছেন। আর তিনি সহ সিন্ডিকেটের প্রতিটি সদস্য অল্পদিনে হয়ে গেছেন কোটিপতি  ও আয়েশি জীবনযাপন করছেন। তার অপকর্মের মধ্যে উল্লেখযোগ্য টেন্ডারের মূল দর সিন্ডিকেটের নিকট দেওয়া, তার সিন্ডিকেটের সদস্য ঠিকাদারে কাজ শেষ না করে বিল প্রদান, নিন্মমানের সামগ্রী ব্যবহারের সহযোগিতাসহ আরো অনেক।

এই সকল অপকর্মের প্রধান মদদদাতা হলেন ষ্টিমেটার মাহফুজুর রহমান। আমরা এই সকল অভিযোগের বিষয়ে উক্ত দপ্তরের প্রকল্প পরিচালক মোঃ হানিফ এর সরাসরি  দেখা  করলে তিনি জানান,  যেহেতু আমি নতুন এসেছি আপনাদের অভিযোগগুলো আমি তদন্ত করে দেখবো এবং যেহেতু ফেনী এলাকায় বন্যা হয়েছে। আমরা টেন্ডারগুলো বাতিলের বিষয়ে চিন্তা ভাবনা করেছি।  সরেজমিনে অনুসন্ধানে গিয়ে সত্যতাসহ নতুন আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়, এ বিষয়ে তার অফিসে  গিয়ে ও ফোন করে পাওয়া যায়নি।  বিস্তারিত আসছে আগামী সংখ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *