স্বাধীন সংবাদ খেলা:
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র তিন মাস বাকি। ঠিক এমন সময় টুর্নামেন্টের গ্রুপিং ও পূর্ণ সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। ঘোষিত সূচি অনুযায়ী আসরের ‘সি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে টাইগারদের গ্রুপসঙ্গী হয়েছে শক্তিশালী ইংল্যান্ড, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, এশিয়ার উদীয়মান ক্রিকেট শক্তি নেপাল এবং প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে ওঠা ইতালি।
বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে বিকাল ৩টা ৩০ মিনিটে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই দিয়ে অভিযান শুরু করবে লাল–সবুজের দল। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের দুই ম্যাচও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে ম্যাচ শুরু হবে বেলা ১১টা ৩০ মিনিটে। এরপর ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে লিটনরা; এই ম্যাচের সময় নির্ধারণ করা হয়েছে বিকেল সাড়ে ৩টা।
গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি হবে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে, নেপালের বিপক্ষে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচটি হবে লিটন দাসদের একমাত্র ডে–নাইট ম্যাচ। এই ম্যাচ দিয়েই গ্রুপপর্বের যাত্রা শেষ করবে টাইগাররা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী চারটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার এইটে যাবে। সুপার এইটে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। বিশেষ শর্ত অনুযায়ী পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি হবে কলম্বোয়। অন্যথায় বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে শিরোপা লড়াই।
নতুন সূচি প্রকাশের পর ক্রিকেটবিশ্বে শুরু হয়েছে নানা আলোচনা। শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে একই গ্রুপে পড়লেও বাংলাদেশের ভক্তরা আশাবাদী, গ্রুপপর্বে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলে সুপার এইটে যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে লিটনদের সামনে।