ডিলার জুলহাস এর বিরুদ্ধে বেশি দামে চালের বস্তা বিক্রয় এর অভিযোগ।

স্টাফ রিপোর্টার :

 

মিরবাগ, মগবাজার ডি- ৮, গোপন সূত্র পেয়ে বেলা ১২টা বাজে ডিলারের প্রতিনিধি ও ইন্সপেক্টর অফিসার অপূর্বকে ওএমএস অনিয়মের বিষয় জানানো হলে, ইন্সপেক্টর অফিসার অপূর্ব সাংবাদিককে জানায় আপনি কোনো অভিযোগ পেলে তাকে সরাসরি ধরেন, সাংবাদিক তার টিম নিয়ে তিন চার ঘণ্টার জন্য অন্য কাজে চলে যান।

বেলা ৩টায় গোপন সূত্র পেয়ে ফিরে এসে দেখেন বেশি দামে চালের বস্তা বিক্রয় করে রিকশায় উঠিয়ে দেওয়ার সময় সাংবাদিকের ক্যামেরার সামনে ধরা পড়েন প্রতারক ডিলার চক্র, তৎখানিক ইন্সপেক্টর অফিসার কে জানালে, ইন্সপেক্টর অফিসার বলেন একটু অপেক্ষা করুন ডিলার আসলে সমাধান করে দিবো।

ইন্সপেক্টর অফিসার ডিলার কে না ডেকে তার ছেলে শাহাদাত কে ডেকে আনেন, সাংবাদিক শাহাদাতকে অনিয়ম ও বেশি দামে চালের বস্তা বিক্রয়ের অভিযোগের বিষয় জানালে, একপর্যায়ে সাধারণ পাবলিকের মাঝে সাংবাদিককে হুমকি ও বোকা বাজি করেন, বলে আমাকে চিনেন!এ কথা বলে সাংবাদিকের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার খুব চেষ্টা করেন। এলাকার স্থানীয় লোক জন ক্যামেরায় হাত দিতে নিষেধ করেন, ডিলারের ছেলে এলাকার লোকজনদের বলে! ও কি আমাকে চেনে! এতসব ঘটনার পরেও ইন্সপেক্টর অফিসার ডিলারের ছেলের সকলের সামনে বকাবাজি, হুমকি, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার বিষয় জেনেও কোন প্রতিবাদ করেনি , একপর্যায়ে ডিলারের ছেলে সাংবাদিককে জোরপূর্বক বলেন ভিডিওটা ডিলেট করে দিন।

ডিলারের ছেলে (শাহাদাত) সাংবাদিককে পাঁচ হাজার টাকা জোরপূর্বক ঘুষ সাধেন, সাংবাদিক টাকাটা না নেওয়াতে, ডিলারের ছেলে (শাহাদাত) কটাক্ষ ভাষায় কথা বলেন! দেখে নিব!ইত্যাদি । সাংবাদিক সকল বিষয়ে তার অফিসের সিনিয়রকে অবগত করে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *