স্বাধীন সংবাদ ডেস্ক :
একসময় ছিলেন ছাত্র লীগ নেতা । এরপর ধীরে ধীরে হয়ে উঠেন মাফিয়া ডন বা গ্যাংস্টার লিডার। রাজধানীর পুরান ঢাকায় ৫১ নং ওয়ার্ড সাবেক ছাত্রলীগ পড়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দায়িত্ব পাওয়ার পর থেকে সন্ত্রাসের রাজত্ব কায়েমের অন্যতম কারিগর এই বিতর্কিত সোহেল আহমেদ ।
আওয়ামী লীগের প্রভাবশালী ওয়ার্ড নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, জমি দখল, অভিযোগ গণমাধ্যম বা গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে। রাজনৈতিক ক্ষমতাশালী হওয়ায় বারবার ধরাছোঁয়ার বাইরে থাকেন তিনি।
ঢাকার আন্ডারওয়ার্ল্ড কানেকশনে সোহেল আহমেদ মাফিয়া রাজত্ব প্রতিষ্ঠা করে রেখেছেন তিন দশক ধরে। পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা এবং শেখ রেহানার সাহচর্যে রূপ বদলে সমাজসেবক বা রাজনৈতিক নেতা বনে যাওয়া সোহেল অদৃশ্য শক্তিবলে আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলার নেতৃত্বে ছিলেন এই সাবেক ছাত্রলীগের সোহেল ।
সোহেলের বিরুদ্ধে জমি দখল, ও চাঁদাবাজির অভিযোগ করেন এলাকাবাসী । কিছু দিন আগে তার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হলে সোহেল সেই সাংবাদিক কে প্রাণনাশের হুমকি দিয়েছেন সেই সাংবাদিক কে । পড়ে সে সাংবাদিক সোহেল এর নামে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে ।
এদিকে অনুসন্ধান বলছে, ক্ষমতা আড়ালে অন্যের সম্পদ সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকার মানুষ। প্রকাশ্য অস্ত্রবাজি, মারধর, শেখ হাসিনার স্বৈরশাসনের পক্ষে জোর করে জনমত তৈরি করে । স্বৈরাচার শেখ হাসিনার দোসর সোহেল আহমেদ বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র—জনতাকে হত্যার মামলায় এখন ও গ্রেপ্তার না করায় জনমনে আতংক বিরাজ করছে ।
বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের আশ্রয়—প্রশ্রয়কে কাজে লাগিয়ে ।