ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা লুট

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

রড, সিমেন্ট ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে নির্বিচারে লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা দোকান থেকে নগদ টাকা ও বাড়ি থেকে স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এমনকি দুর্বৃত্তদের ভয়ে ব্যবসায়ী আরিফুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে গেছেন।

সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকার ওই ব্যবসায়ীর বাবা আলিম উদ্দিন আলম সোমবার গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি প্রশাসনের কাছে তার নিখোঁজ পুত্রের সন্ধান চেয়ে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, খোলাহাটির কুড়ারবাতা গ্রামের মো. ইকবালের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আরিফুলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা গত ২৩ অক্টোবর ব্যবসা প্রতিষ্ঠান ও সংলগ্ন বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে আরিফুল ইসলামকে এলোপাতাড়ি মারপিট করলে গুরুতর আহত হয়।

হামলাকারীরা দোকানের ড্রয়ারে থাকা ২ লাখ টাকা বের করে নেয় এবং ল্যাপটপ, পিসি, প্রিন্টার, লেমিনেটিং মেশিন, ফ্যান নিয়ে চলে যায়। এছাড়াও দোকানসংলগ্ন বাড়িতেও হামলা চালিয়ে  স্বর্ণালংকার, নগদ টাকা ও সেলাইমেশিন নিয়ে যায়। শুধু তাই নয়, তারা দোকান থেকে বিপুল পরিমাণ রড, সিমেন্ট, গ্যাস সিলিন্ডার এবং পার্শ্ববর্তী মুরগির খামার থেকে ২ হাজার সোনালি মুরগি লুট করে নিয়ে যায়।

দুর্বৃত্তদের হুমকিতে ব্যবসায়ী আরিফুল বর্তমানে বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় হাসেম বাজার ও পার্শ্ববর্তী এলাকার ১৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর তালুকদার জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *