শিবচরের পাঁচ্চরে ঢাকা—ভাঙা মহাসড়ক অবরোধ

মোঃ ছোবাহান মিয়া : 

 

জাতীয়তাবাদী দল (বিএনপি) কৃষক দলের শিবচর উপজেলার আহব্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিবচরের পাঁচ্চরে ঢাকা—ভাঙা মহাসড়ক প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখে শিবচরের কৃষক দলের পদবঞ্চিতরা।

২০ নভেম্বর বুধবার রাত ১০টার সময় মহাসড়কটি অবরোধ করে বিদ্রোহীরা। এ সময় সড়কের একপাশে টায়ার জ্বালিয়ে ও বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ করেছেন পদবঞ্চিতরা। ২০ মিনিট পরে মহাসড়ক থেকে সরে যান প্রতিবাদকারীরা।

জানা গেছে, বুধবার বিকেলে শিবচর উপজেলা কৃষকদলের আহব্বায়ক কমিটি গঠন করা হয়। মাদারীপুর জেলা কৃষকদলের আহব্বায়ক এ্যাড. মো. অলিউর রহমান দর্জি এবং সদস্য সচিব মো. অহিদুজ্জামান খান অহিদ স্বাক্ষরিত শিবচর উপজেলা কৃষক দলের ২৫ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়।

জেলা কৃষক দলের আহব্বায়ক এ্যাড. মো. অলিউর রহমান দর্জি বলেন, শিবচর উপজেলা কৃষকদলের যে আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে, সেখানে সবাই ত্যাগী ও দলের ক্রান্তিলগ্নের কর্মী। বিগত আন্দোলনে আহব্বায়ক টিটুসহ সকলেই মামলা—হামলার শিকার হয়েছেন। এখন পদবঞ্চিতরা কেন এটা করলো তা আমার জানা নেই। আমরা ত্যাগী কর্মীদের নিয়েই কমিটি গঠন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *