স্বাধীন স্পোর্টস ডেস্ক:
এবারের এশিয়া কাপে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। তাই হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলটির উপর এখন আর যোগ্যতা অর্জনের চাপ নেই; বরং লক্ষ্য এখন ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখা এবং ফাইনালের প্রস্তুতি আরও শক্ত করা।
ভারত তিন ম্যাচ ধরে ছন্দহীন হলেও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের মাধ্যমে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দলের খেলোয়াড়রা আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য।
এবারের প্রতিপক্ষ বাংলাদেশ। টানা পাঁচ ম্যাচ হেরে তলানিতে থাকা বাংলাদেশকে ভারতের মাঠেই মোকাবেলা করতে হবে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।
ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে নাভি মুম্বাইয়ে, যেখানে ভারতের সেমিফাইনাল ও ফাইনালও অনুষ্ঠিত হবে। এই কারণেই ভারত নিজ ভেন্যুতে খেলতে গিয়ে অতিরিক্ত গুরুত্ব দেবে।
অন্যদিকে, বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ নিজেদের প্রমাণ করার। টুর্নামেন্টে তারা শক্তিশালী দলগুলোর বিপক্ষে অন্তত তিনটি ম্যাচে দারুণ লড়াই করেছে। শৃঙ্খলাবদ্ধ বোলিং ছিল তাদের মূল শক্তি, যা দিয়ে তারা প্রতিপক্ষকে চাপে রেখেছে। ব্যাট হাতে ঝলক থাকলেও সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারছিল না।
তবে এই ম্যাচে যদি ব্যাটসম্যানরা স্থির থেকে ইনিংস গড়তে পারেন, তাহলে ভারতকেও চমকে দেওয়ার সম্ভাবনা বাংলাদেশ দলের আছে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—দেখতে কে কতটা প্রস্তুত এবং কে ছাপ রেখে যেতে পারে ইতিহাসে।