স্বাধীন বিনোদন ডেস্ক:
বৃহস্পতিবার রাত বা থার্সডে নাইট মানেই একটু ফান-ফুর্তি। পরের দিন শুক্রবার হওয়ায় ব্যস্তময় জীবনের চাপ থেকে মুক্তি পাওয়ার সময় হিসেবে অনেকেই এ রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা বা পার্টিতে মেতে ওঠেন। কিন্তু কখনো কখনো এই ফান-ফুর্তি শুধু আনন্দই দেয় না; অনেক সময়ই এটি নতুন ধরনের সমস্যা বা রহস্যের জন্ম দেয়।
ঠিক এমন একটি গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’, যা বন্ধুদের সঙ্গে ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার এক অনন্য মিশ্রণ। এটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মাণ করেছেন পরিচালক জাহিদ প্রীতম।
ফ্ল্যাশ ফিকশনটিতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিলসহ আরও অনেকে। জানা গেছে, গল্পে একটি পার্টি হয় যেখানে সময়ের নির্দিষ্ট কিছু মুহূর্ত ভুলে যাওয়া হয়, আর সেই ভুলে যাওয়া সময়টাই পুলিশের তদন্তের কেন্দ্রবিন্দু।
পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। তিনি জানান, পহেলা বৈশাখের দিন শুটিং চলাকালীন সকালবেলায় আসামি পেটানোর দৃশ্য শুটিং হয়েছিল। এরপর দুপুরে সেই শাড়ি পরে তিনি অন্য অনুষ্ঠানে যোগ দেন। সামিরা বলেন, “মিথিলার জন্যই আমি এই কনটেন্টে কাজ করেছি। আমরা প্রায়ই আমাদের কাজ নিয়ে আলোচনা করি। সুযোগ পাওয়ার পর একসাথে কাজ না করা সম্ভব ছিল না।”
ছাত্রজীবনের রাফ-টাফ এবং সামান্য রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন ফররুখ রেহান। তিনি বলেন, “জাহিদ প্রীতম আমার প্রিয় একজন নির্মাতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল, আর সেটা পূরণ হলো। আমি মূলত ডিরেক্টরকে অনুসরণ করি এবং তার নির্দেশনা অনুযায়ী কাজ করার চেষ্টা করি। আমার চরিত্রকে তিনি যেভাবে চেয়েছেন, তা আমাকে নতুন ধরনের অনুভূতি দিয়েছে।”
ফ্ল্যাশ ফিকশনটির গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান মেধা, সাদিদ আদনান ওয়াহিদ, রেহনুমা আলম ঐশী প্রমুখ।
নির্মাতারা জানিয়েছেন, এটি আগামীকাল ২৬ নভেম্বর রাত ১২টায় দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। থার্সডে নাইট শুধুই ফান-ফুর্তি নয়, বন্ধুত্বের স্মৃতি এবং রহস্যের মিশ্রণ, যা দর্শককে উপভোগ করার পাশাপাশি ভাবতে বাধ্য করবে, “মুক্তির রাতের আড্ডা কখন রহস্যে পরিণত হতে পারে।”