এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় পুলিশের অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিমের নেতৃত্বে এসআই (নিঃ) হান্নান আল মামুন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে হাটহাজারী থানা এলাকা থেকে ২৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত ০৫:১৫ ঘটিকার সময় জোরারগঞ্জ থানার মামলা নং-২৪ (তারিখ: ২৬/০৯/২০২৫, ধারা-৪০২ পেনাল কোড) অনুযায়ী ২নং আসামী মোঃ সোহেল (৩০)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীর পিতা হারুনুর রশিদ এবং মাতা আছমা বেগম, এবং তিনি গ্রামের পশ্চিম দেওয়াননগর, ২নং ওয়ার্ড, হাটহাজারী পৌরসভা, হাটহাজারী থানা, চট্টগ্রাম জেলার বাসিন্দা।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিম জানিয়েছেন, আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, “আমরা এলাকাভিত্তিক চুরি, ডাকাতি ও মাদকমুক্ত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”