সিদ্ধিরগঞ্জে ৫১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. হাসিনুজ্জামান, ‘ক’ সার্কেল, নারায়ণগঞ্জ এর তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ মো. শাহীনুর আলাম, সিদ্ধিরগঞ্জ থানার নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানটি পরিচালিত হয় ১০ নভেম্বর ২০২৫ খ্রিঃ সকাল ৬টা ৫০ মিনিটে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নারপাড়া এলাকার রহিম মার্কেটের সামনে পাকা রাস্তার উপর। এ সময় পুলিশ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে নিজের নাম-পরিচয় প্রকাশ করে—
মো. সবুজ মিয়া (২৬), পিতা- মৃত বাবুল মিয়া, মাতা- ইমু বেগম।
স্থায়ী ঠিকানা: আলিয়ারা আছিমপুর, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর।
বর্তমান ঠিকানা: পশ্চিম সানারপাড় ব্যাংক কলোনি (জনৈক গণি মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা- ডেমরা, জেলা- ঢাকা।

তিনি জানান, তার সহযোগী পলাতক মাদক কারবারি মোছাঃ মর্জিনা বেগম (৪৫), স্বামী- কাশেম মিয়া, স্থায়ী ঠিকানা: বাগমারা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

অভিযানের সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ও পলাতক আসামি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে আনতেন। পরে পলাতক আসামির সহায়তা ও প্ররোচনায় গ্রেফতারকৃত আসামি ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে সিদ্ধিরগঞ্জসহ আশপাশ এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবীদের নিকট খুচরা ও পাইকারি দরে বিক্রি করতেন।

গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *