মোশারফ হোসেন জসীম পাঠান:
নেত্রকোণা জেলা কেন্দুয়া উপজেলা ধীন ২নং আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া পূর্বপাড়া গ্রামের উপর দিয়া ভয়ে গেছে বগারের খাল । খালটির বেহাল দশায় এলাকার কৃষকগণ বিপাকে পড়েছে।
সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে উক্তখালটি দুইপাশে কিছু সংখ্যাক অসাধু প্রবালশালি ব্যাক্তিরা খালটিকে দখল করে, কৃষক চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া কৃষকগণ বেকায়দায় পরে আছে, এবং বৃষ্টি বাদল হলে পানি নিষ্কাশন করতে পারে না, এতে কৃষকের ফসলি জমি জামা নষ্ট হয়ে ব্যাপক ক্ষতিগস্ত পরে এই নিয়ে পূরো এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠে। এ
ই খবর শুনে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকগণ তথ্য সংগ্রহ করতে সর জমিনে গেলে এলাকায় সাধারণ কৃষকগণের সাথে জানতে চাইলে তারা সত্যতা শিকার করে বলেন আমরা দেখেছি এই খালদিয়ে বড় বড় নৌকা চলাচল ও হালট দিয়ে হাওর থেকে গরু গাড়ি দিয়ে ধান আনা নেওয়া করতো।
বর্তমানে খালটি এবং হালটি দিয়ে পুজা আনা ত ধুরের কথা হেটেঁ হেটেঁ যাওয়ার অবস্থা নেই। এ ব্যাপারে জেলার উদ্ধতর্ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভূমি কর্মকর্তার প্রদক্ষেপ কামনা করছে এলাকার সচেতন মহল । প্রকাশ তাকে যে উক্ত খালটি প্রায় ২ কি.মি চলবে।